ডিজিটাল ডেস্ক : হাঁসখালি ধর্ষণকাণ্ডের বিচার চাওয়ার দরুণ এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে করা হলো ব্যক্তিগত আক্রমণ। আর এই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। প্রসঙ্গত, মঙ্গলবার হাঁসখালিতে গিয়ে নিহত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এবং তিনি অভিযোগ করেন, মৃত নির্যাতিতার মা-বাবাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ মানসিক নির্যাতন করছে। একই সাথে ওই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে অধীর চৌধুরী জানান, নির্যাতিতার পরিবারের পাশে তিনি দাঁড়াবেন। আর এরপরেই তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী লাভলী মৈত্র প্রদেশ কংগ্রেস সভাপতিকে টুইট করে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, অধীর চৌধুরীর স্ত্রী এবং মেয়ের মৃত্যু রহস্যের সমাধানের জন্য সিবিআই তদন্ত চাই। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এভাবে ব্যক্তিগত আক্রমণ কার্যত বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন : অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা নিয়ে রীতিমতো চিন্তায় চিকিৎসকরা