হবিবপুর: প্রতিবছরই বর্ষা এলেই ভাঙনের আতঙ্ক তাড়া করে হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকার টাঙন নদী পাড়ের মানুষজনদের। কয়েক বছর ধরে টাঙনের পাড় ভেঙে গ্রাস করেছে বেশকিছু বাড়ির একাংশ। অনেক বাড়ি রয়েছে বিপদসীমার মধ্যে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ভাঙনের আতঙ্ক দূর করতে এবার উদ্যোগী হয়েছে জেলা সেচ দপ্তর। সম্প্রতি শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায় ভাঙন রোধের কাজ। কিন্তু কাজের মান নিয়েই মানুষজনের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অভিযোগ ভাঙন রোধের কাজ হচ্ছে নিম্নমানের।
টাঙনের ভাঙন সমস্যা এবং ভাঙন রোধে নিম্নমানের কাজ নিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা স্বীকার করেছেন আইহো গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য অমৃত হালদার। অমৃতবাবু বলেন, ‘ইতিপূর্বে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ হলেও সেগুলি মাসখানেকের বেশি টেকেনি। তারপর এলাকাবাসীর তরফে স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি করা হয়। অনেক আবেদন নিবেদনের পরও কাজ শুরু নিয়ে দেখা গিয়েছে নানা টালবাহানা। অবশেষে কাজ শুরু হলেও, তা নিম্নমানের হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। শীঘ্রই এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সহ ব্লক প্রশাসনকেও লিখিত অভিযোগ জানানো হবে।‘
হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলেন, ‘সম্প্রতি টাঙনের বারুইপাড়া এলাকায় সেচ দপ্তরের উদ্যোগে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। মৌখিকভাবে অভিযোগ পেয়েছি ওই এলাকায় নদী ভাঙন রোধের কাজ নিম্নমানের হচ্ছে। আমি শীঘ্রই এই বিষয়ে খোঁজ নেব। এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব।‘