ডিজিটাল ডেস্ক : বিগত কয়েকদিন যাবত ব্যাপক হারে গ্যাসের দাম বেড়ে চলায় আমজনতার হেঁসেলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করাই দুষ্কর হয়ে উঠছিল। তবে সবার জন্য না হলেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্যাসের দাম কমানোর। জানা গিয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৫.৫০ টাকা কমছে। সেই অনুযায়ী দিল্লিতে(Delhi) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হতে চলেছে ১৮৫৯ টাকা। যা আগে ছিল ১৮৮৫ টাকা। পুজোর আবহে পশ্চিমবঙ্গেও কমতে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৯৫.৫০ টাকা থেকে কমে হল১৯৫৯ টাকা। ৩৬.৫ টাকা দাম কমেছে কলকাতায়। চেন্নাইতে ৩৫.৫ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২০০৯.৫০ টাকা।
অন্যদিকে মুম্বাইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৩২.৫ টাকা কমে দাঁড়িয়েছে ১৮১১.৫০ টাকা। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে ব্যবসায়ীরা স্বস্তি পেলেও এখনও পর্যন্ত সাধারণের ব্যবহারকারী গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। সে ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি এবার সাধারণের ব্যবহার্য গ্যাসের দাম কমবে কিনা তাই নিয়ে শুরু হয়েছে চর্চা।