উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের পতাকা হাতে মা দুর্গা চলেছেন মণ্ডপে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল হুগলির (Hooghly) গুড়াপে। ত্রিশূলের বদলে দুর্গার হাতে তৃণমূলের পতাকা দেখে হতচকিত সাধারণ মানুষ। সমালোচনায় তৃণমূলকে বিদ্ধ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন তাই মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা পতাকা বিতর্কে সাফাই স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
কলকাতার পুজো যখন ইউনেসকোর কাছ থেকে হেরিটেজ স্বীকৃতি আদায় করেছে তখন বাংলার এই উৎসবেও লেগেছে রাজনীতির ছোঁয়া। এই ঘটনায় বারবার জড়িয়ে পরছে শাসকদলের নাম। এবার তৃণমূলের পতাকা হাতে দুর্গা প্রতিমা দেখা গেল হুগলির গুড়াপে। চতুর্থীর সকালে ঘটনাটি ঘটলেও সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জানাগেছে গুড়াপের হাসামপুর এলাকার এক দুর্গাপুজা কমিটির পুজোর প্রতিমা যখন মণ্ডপে নিয়ে আসছিলেন উদ্যোক্তারা তখন সেই প্রতিমার হাতে ছিল ত্রিশূলের পরিবর্তে তৃণমূলের পতাকা। এমন ছবি ভাইরাল হতেই অস্বস্থিতে পড়েছেন পুজো উদ্যোক্তারা। এই পুজোর মুল উদ্যোক্তা গুড়াপ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য লক্ষ্মণ মণ্ডল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রতিটি বারোয়ারি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন বলেই পুজো করতে পারছি। তাই প্রতিদান হিসেবেই মা দুর্গার হাতে তৃণমূলের পতাকা লাগিয়েছি’।
এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ‘তৃণমূলের পতাকা নিয়ে মা দুর্গা মণ্ডপে যাচ্ছেন এটাও দেখা বাকি ছিল। কী প্রমাণ করার চেষ্টা করছে মা দুর্গা তৃণমূলের প্রচার করছে। মুখ্যমন্ত্রী ৬০ হাজার টাকা দিয়ে ক্লাবগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।’ বিতর্ক শুরু হতেই মুখে কুপুল এঁটেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। যদিও বিতর্ক শুরু হতেই মা দুর্গার হাত থেকে পতাকা সরিয়ে দিয়ে ত্রিশূল ধরিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন : আজ মহাষষ্ঠী, বেলুড় মঠে শুরু হল পুজো