ডিজিটাল ডেস্ক : রাজ্যে পুরভোটের বাকি আর একটা সপ্তাহ। জোরদার প্রচার চলছে শাসক-বিরোধী উভয় শিবিরের। কিন্তু তার মধ্যেই কামারহাটিতে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন সকালে এলাকার বাম প্রার্থীর বাড়িতে সরাসরি হাজির হলেন তিনি। বেশ কিছুক্ষণ আলাপচারিতাও চালিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে কি কারণে কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী আসলাম আলির বাড়িতে পৌঁছালেন মদন মিত্র? সূত্রের খবর, কিছুদিন ধরেই আভিযোগ আসছিল, বাম প্রার্থী আসলাম আলিকে এলাকায় প্রচারে বাধা দিচ্ছে শাসক দলের বেশকিছু কর্মী। এমনকি হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল। আর এই অভিযোগ কানে গিয়েছে কামারহাটির বিধায়কের। সরাসরি তিনি বাম প্রার্থীর বাড়িতে এসে তাঁকে আশ্বাস দেন। পাশাপাশি মদন মিত্র আত্মবিশ্বাসী সুরে এও জানান, কামারহাটির প্রতিটি ওয়ার্ডেই তৃণমূল জিতবে। সব মিলিয়ে কামারহাটিতে তৃণমূল বিধায়ক মদন মিত্র যে অনন্য নজির তৈরি করলেন তা বলাইবাহুল্য।
আরও পড়ুনঃ শেষ পর্যন্ত হ্যাটট্রিক রাম চক্রবর্তীর