কলকাতা: বিখ্যাত রকেট সাইন্টিস্ট নাম্বি নারায়ণের জীবন কাহিনীর উপ ভিত্তি করে তৈরি হয়েছে ‘রকেট্রি, দ্য নাম্বি এফেক্ট’(Rocketry The Number Effect), নামে একটি ছবি। এই ছবির প্রচারেই কলকাতায় এলেন অভিনেতা আর মাধবন(R. Madhavan)। রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট এক মহাকাশ বিজ্ঞানীর গল্প বলে। নাম্বি নারায়ণ প্রাক্তন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী। পাশাপাশি তরল জ্বালানিতে চলা ইঞ্জিনের আবিষ্কার করেন নাম্বি নারায়ণ। তারই জীবনী নিয়ে এই ছবি। ১৯৯৪ সালে নারায়নের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মাধবনই নাম্বি নারায়নের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতেই প্রথমবার পরিচালনায় হাতে খড়ি হল আর মাধবনের। ১ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুনঃ ND Prasad | অবসাদ থেকে আত্মহত্যা? অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধারে উঠছে প্রশ্ন