সমীর দাস, হাসিমারা : করোনা ভাইরাসের সংক্রমণ ছাড়াও চা বাগানে শুখা মরশুমে ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাব রোধ করতে কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানের যুবকরা এগিয়ে এলেন। এলাকার যুবকরা স্থানীয়ভাবে কমিটি তৈরি করে বাগানের শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন।
কমিটিতে প্রত্যক্ষভাবে কাজ করছেন এলাকার পঞ্চায়েত সদস্য ইসদোর খাড়িয়া, সমাজকর্মী পর্বত ছেত্রী। তাঁরা জানান, বাগানে যাতে কোনও রকম জীবাণুঘটিত রোগ না ছড়ায়, তার জন্য তারা প্রত্যেকটি শ্রমিক লাইনে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন।
তাঁরা আরও জানান, বাগানের নিকাশিনালাগুলিতেও তাঁরা জীবাণুনাশক ছিটিয়ে দিচ্ছেন, যাতে মশার লার্ভা নষ্ট হয়ে যায়। এই কাজে বিভিন্ন ধরনের জীবাণুনাশক দিয়ে সাহায্য করছেন সাতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া ও এলাকার কিছু সমাজকর্মী।
ইসদোর খাড়িয়া বলেন, ‘বাগানে মাইকিং করে বাসিন্দাদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ আটকাতে বাগানের প্রবেশপথ বন্ধ করা হয়েছে। রবিবার প্রায় ২০০ শ্রমিকের বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।’
বাগান সংলগ্ন মধু চৌপথি ও দলবদল বনবস্তিতেও তারা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পর্বত ছেত্রী। এছাড়াও বাগানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি মাস্ক বিনামূল্যে তাঁরা শ্রমিকদের দিচ্ছেন বলে জানান তিনি।