ইন্দোরঃ দেশে ফের করোনায় মৃত্যু। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধার। জানা গিয়েছে, ওই বৃদ্ধা করোনায় আক্রান্ত হয়ে ইন্দোরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন তাঁর মৃত্যু হয়। ওই বৃদ্ধার ডায়াবিটিস ও হাই প্রেসারের সমস্যা ছিল বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশে করোনায় এই প্রথম কারও মৃত্যু হল। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন বিদেশি। করোনা ভাইরাসে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১৯ হাজার ৬৭৫ জনের মৃত্যু হয়েছ। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের ওপরে।
বিশ্বে দিন দিন আরও জটিল করোনা পরিস্থিতি। করোনা মোকাবিলায় ভারতে শুরু হয়েছে লকডাউন। এরই মধ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।