উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপারহিট দক্ষিণী ছবি ‘পুষ্পা’র প্রভাব পড়ল এবার মাধ্যমিকের খাতায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুষ্পা ছবির ডায়লগ লেখা মাধ্যমিক পরীক্ষার্থীর খাতা। পরীক্ষার্থীর খাতা দেখে হতভম্ভ শিক্ষকরা। সেই মাধ্যমিক পরীক্ষার খাতায় লেখা রয়েছে, ‘পুষ্পা, ‘পুষ্পারাজ, আপুন লিখেগা নেহি…’।
করোনা সংক্রমণের জেরে ২০২১ সালে পরীক্ষা হয়নি। দীর্ঘ দু’বছর পর অফলাইন পরীক্ষা হয় ২০২২ সালে। এবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম ছিল না। কিন্তু করোনার জেরে অফলাইনে পরীক্ষা হওয়ার পর শিক্ষাব্যবস্থার কী ক্ষতি করেছে, সেই ছবি স্পষ্ট। এক একটা উত্তরপত্র দেখে রীতিমত হতভম্ব শিক্ষকরা। কেউ কেউ সাদা খাতা জমা দিয়েছে, আবার কোনও খাতায় গোটা প্রশ্নপত্রই টোকা। তবে এই বিষয়টিকে মজার মনে হলেও তাতে পরীক্ষার্থীদের করুণ দশা প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন শিক্ষকমহল।
আরও পড়ুন : কেমন থাকবে আজকের আবহাওয়া, জেনে নিন