Friday, April 26, 2024
HomeBreaking NewsMadhyamik Result 2023: সেরার তালিকায় শীর্ষে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি

Madhyamik Result 2023: সেরার তালিকায় শীর্ষে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik Result 2023)। এবার পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন।

মাধ্যমিকে এবার প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা মাঝি। সে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী। ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯৭।

যুগ্ম দ্বিতীয় (৬৯১) পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের শুভম পাল এবং মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের রিফাত হাসান সরকার।

তৃতীয় স্থানে (৬৯০) উত্তর ২৪ পরগনার টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, উত্তর ২৪ পরগনার বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের মহম্মদ সারওয়ার ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল এবং অর্ঘ্যদীপ সাহা।

চতুর্থ স্থানে রয়েছে চারজন। প্রাপ্ত নম্বর ৬৮৯। রয়েছে বনগাঁ কুমুদিনী উচ্চবালিকা বিদ্যালয়ের সমাদৃতা সেন, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনিশ বাড়ুই, পূর্ব মেদিনীপুরের রঘুনাথবাড়ি রামতারক হাইস্কুলের তুহিন বেরা এবং বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়।

পঞ্চম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৮। রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অরিজিৎ মণ্ডল, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শুভজিৎ দে, পশ্চিম মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের সুপ্রভা আদক, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অন্বেষা চক্রবর্তী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের ইশান পাল, পূর্ব বর্ধমানের সিএমএস বর্ধমান ডে স্কুলের রূপায়ন পাল, মালদার চাঁচল রানি দক্ষিণানী গার্লস হাইস্কুলের অনুশ্রেয়া দাস এবং মালদার এসি ইন্সটিটিউটের শুভজিৎ দেব।

ষষ্ঠ স্থানে (৬৮৭) রয়েছে বনগাঁর বিদিশা কুণ্ডু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সুতীর্থ পাল ও অনীক বাড়ুই, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সৌম্যদীপ দাস ও সৌম্যদীপ নায়েক, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের সুরদেন্দু মণ্ডল ও অপূর্ব সামন্ত, বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের প্রাণীল যশ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের সতীর্থ সাহা, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের রায়ান আবেদীন, ঋদ্ধিশ দাস।

সপ্তম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৬। রয়েছে বসিরহাট পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাইস্কুলের সুচেতনা রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অদ্রিজ গুপ্ত, বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের অনুশ্মিতা সাঁতরা, হুগলির মাহেশ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়ের জিষ্ণু ঘোষ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শুভম হাজরা, মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের দেবশংকর সাঁতরা।

মাধ্যমিকে ১৬টি জেলা থেকে প্রথম দশজনের তালিকায় রয়েছে মালদার ২১, পূর্ব বর্ধমানের ১৭, বাঁকুড়ার ১৪, দক্ষিণ ২৪ পরগনার ১৩, পূর্ব মেদিনীপুরের ১১, উত্তর দিনাজপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯, পুরুলিয়ার ৬, হুগলির ৫, হাওড়ার ৪, কোচবিহারের ৩, বীরভূমের ২, দক্ষিণ দিনাজপুরের ১, জলপাইগুড়ির ১, নদীয়ার ১, ঝাড়গ্রামের ১।

আরও পড়ুন: মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা বাংলার, কটাক্ষ শঙ্কুর    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গে যখন দ্বিতীয় দফার ভোট চলছে, ঠিক সেই সময় সন্দেশখালিতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে ব্যস্ত এনএসজি কমান্ডোরা। একদা সন্দেশখালির বেতাজবাদশা...

Sandeshkhali case | সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali case) সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme court) দ্বারস্থ হল রাজ্য সরকার। এই মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI)...
polling stations are managed by handicaped

ভোটকেন্দ্র পরিচালনা করছেন বিশেষভাবে সক্ষমরা, অভিনব উদ্যোগ প্রশাসনের

0
বালুরঘাট: ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে পরিচালনা করলেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি বুথকে বিশেষভাবে সক্ষম বুথ হিসেবে তৈরি করা হয়েছে। যাকে জেলা...

Kunal Ghosh | ভোটকে প্রভাবিত করতেই সাজানো নাটক! সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার নিয়ে সরব কুণাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার ভোট চলাকালীনই ফের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভান্ডার। এনএসজি কমান্ডোরা...
Leopards in the tea garden even in summer

Leopard | গরমেও চা বাগানে চিতাবাঘ, আতঙ্ক

0
সমীর দাস, কালচিনি: এতদিন চিতাবাঘ জঙ্গল ছেড়ে মূলত শীতের মরশুমে আশ্রয় নিত জঙ্গল সংলগ্ন চা বাগানে(Tea Garden)। তবে এখন দেখা যাচ্ছে গরমের মরশুমেও চা...

Most Popular