শিলিগুড়ি: মহানন্দা নদীকে(Mahananda river) বাঁচাতে একাধিকবার মামলা করেও কোনও লাভ না হওয়ায় হতাশ মহানন্দা বাঁচাও কমিটি। গ্রিন ট্রাইবিউনালের নির্দেশ মেনে মহানন্দাকে দূষণ মুক্ত রাখার কোনও পদক্ষেপই করা হয়নি বলে কমিটির অভিযোগ। শনিবার একটি সাংবাদিক বৈঠক করে কমিটির তরফ এ বিষয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়। মহানন্দা বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক জ্যোৎস্না আগরওয়াল জানান, নির্দেশ অনুযায়ী এতদিনে নদীর পাড় পরিষ্কার ও গাছ লাগানো হয়ে যাওয়া উচিত ছিল। সেসব হয়নি। বিষয়টি দুর্ভাগ্যজনক। অক্টোবর পর্যন্ত নির্দেশ কার্যকর করার সময় রয়েছে। সংগঠন সেদিকেই তাকিয়ে রয়েছে বলে জানান সদস্য অমরেশ রায়।
২০২১ সালের জুলাইয়ে সংগঠনের তরফে জ্যোৎস্না আগরওয়াল মহানন্দা নদীবক্ষে গড়ে ওঠা ঘাটালের উচ্ছেদ সহ নানা বিষয়ে মামলা করেছিলেন। এরপর গ্রিন ট্রাইবিউনালের তরফে একটি কমিটি গঠনের নির্দেশ সহ চারটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। সেগুলি হল-মহানন্দার জলকে দূষণমুক্ত রাখা, ঘাটালগুলির উচ্ছেদ, নদীর পাশে বৃক্ষরোপণ এবং বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ। কতটা কাজ হয়েছে সে ব্যাপারেও রাজ্য সরকারের পোর্টালে প্রতিমাসে আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কোনও কাজ হচ্ছে না দেখে জ্যোৎস্নাদেবী সরব হলে গ্রিন ট্রাইবিউনাল কোর্টের তরফে চিফ সেক্রেটারিকে প্রধান করে একটি পরিচালন সমিতি গঠন করা হয়। নদীর দূষণ রোধে চারটি নির্দেশ ১০ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ না দেখায় আরও একবার অভিযোগ করার কথা জানানো হয় মহানন্দা বাঁচাও কমিটির তরফে।