উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গতকালই মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা’। লেখক তথা সমাজসেবী মহাশ্বেতা দেবীর জীবনের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছে। গত ৮ এপ্রিল অর্থাৎ শুক্রবার কলকাতার প্রিয়া সিনেমা হলে এই ছবি প্রথম প্রদর্শনী হয়। ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ মহানন্দা ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে রয়েছেন দেবশংকর হালদার, ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অভিনেতারা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ, তিমির বিশ্বাস, ইমন চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, দীপান্বিতা আচার্য। প্রত্যেকেই গতকাল ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। ছবির সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক।
Video Link : Mahashweta Devis life took place at Priya cinema hall- মহাশ্বেতার গল্প
ছবিতে মহাশ্বেতাদেবীর কাজ, সাহিত্য, জীবনদর্শন ফুটিয়ে তুলেছেন পরিচালক। সেইসময়ের অশান্ত রাজনীতি, নিপীড়িতদের না বলা কথা তুলে ধরা হয়েছে ছবিতে। কমিউনিস্ট মহাশ্বেতা দেবী যেভাবে রাজনীতিকে দেখতেন, তাঁর চোখ দিয়ে সেইসময়কার সমাজকে বর্তমান সময়ের প্রেক্ষিতে ফুটিয়ে তুলেছেন অরিন্দম শীল। সমস্ত ছবিটি বাম জামানার প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। তখনকার জঙ্গলবাসীর অধিকার ও উন্নয়ন, প্রতিবাদ, বেঁচে থাকার লড়াইয়ে মহাশ্বেতার অবদানকে ধরার চেষ্টা করেছেন পরিচালক। চিত্রনাট্যের দাবি মেনে নিখুঁত অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরি।
আরও পড়ুন : মুম্বইয়ে লোকাল বাসে শচীন, শৈশবের স্মৃতিচারণায় মাস্টার ব্লাস্টার