মুম্বই: করোনায়(corona) আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(CM Uddhav Thackeray)। বুধবার এমনটা জানান কংগ্রেস নেতা কমল নাথ। জানা গিয়েছে, এদিন তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
#WATCH | Mumbai: "Maharashtra CM Uddhav Thackeray has tested positive for #COVID19," says Congress Observer for the state, Kamal Nath. pic.twitter.com/wl22yJkXXt
— ANI (@ANI) June 22, 2022
এদিনই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এদিকে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট চরমে উঠেছে। বুধবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের টুইট ঘিরে জল্পনা ছড়িয়েছে। তিনি লিখেছেন, মহারাষ্ট্রে রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিধানসভা ভেঙে পড়ার দিকেই এগোচ্ছে।
আরও পড়ুনঃ Uddhav Thackeray | আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, বসছে মন্ত্রীসভা