মুম্বই: ২৪ জানুযারি থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হল। মহারাষ্ট্রে কোভিড প্রোটোকল মেলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়। জানা গিয়েছে, প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাসও শুরু হবে।
We have also decided to open pre-primary schools (from January 24): Varsha Gaikwad, Maharashtra School Education Minister pic.twitter.com/pSn98HvEHY
— ANI (@ANI) January 20, 2022
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বেড়ে চলা কোভিড এবং ওমিক্রন সংক্রমণের জেরে ৮ জানুয়ারি সরকারের তরফে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।