উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনকে (Legislative Assembly elections) ঘিরে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শিবসেনা সরকারের তিনজন মন্ত্রী সহ প্রায় ৩০ জন বিধায়ক একনাথ শিণ্ডের সঙ্গে মোদির রাজ্য গুজরাটের একটি হোটেলে রয়েছেন। যার জেরে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা সরকারের পতন অনিবার্য বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। অন্যদিকে, শিবসেনার এই বিদ্রোহী নেতাকে ঘরে ফিরিয়ে আনার চেষ্টায় ইতিমধ্যেই সুরাটের ওই হোটেলে পৌঁছেছেন উদ্ধবের দূত। তাঁরা একনাথের সঙ্গে বৈঠকে বসেছেন। তবে তাতে বরফ কতটা গলবে তা নিয়ে সংশয় রয়েছে। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বিজেপি। মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল জানিয়ে দিয়েছেন একনাথ শিণ্ডের সঙ্গে সরকার গড়ার জন্য দলের দরজা খোলা রেখেছেন তাঁরা। প্রসঙ্গত, শিণ্ডেকে বিধানসভার চিফ হুইপ পদ থেকে সরিয়ে দিলেও শেষ পর্যন্ত তাঁকে ধরে রাখতে তৎপর উদ্ধব। ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৫ জন বিধায়কের সমর্থন। বর্তমানে একটি পদ খালি থাকায় জাদু-সংখ্যা ১৪৪-এ নেমে এসেছে। পরিষদীয় পাটিগণিতের হিসেব বলছে, শিণ্ডে সহ ২২ বিধায়ক শিবির বদলালে উদ্ধবের পক্ষে সরকার ধরে রাখা কঠিন হবে।
আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হলেন যশবন্ত সিনহা