উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই টালমাটাল অবস্থা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির। বুধবার রাতে মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), নতুন মুখ্যমন্ত্রী হন তাঁরই দলের বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। শিন্ডেকে সোমবারই বিধানসভায় প্রমান করতে হবে সংখ্যাগরিষ্ঠতা। রাজনৈতিক মহল মনে করছে নিয়ম মাফিক ফ্লোর টেস্টের মুখে পড়তে হচ্ছে একনাথকে। তবে বড়সড় মীরাক্কেল না ঘটলে এই পরীক্ষাতেও সহজেই উত্তীর্ণ হয়ে যাবেন তিনি।
একনাথ শিন্ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে হলে বেশ কয়েকটি পরীক্ষার সম্মুখিন হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। গত দুই সপ্তাহে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের পর মাত্র চারদিন ধরে চলছে একনাথ শিন্ডের সরকার। আজ বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। যদিও পরীক্ষাটি একটি আনুষ্ঠানিকতা হবে বলে আশা করা হচ্ছে। এমনিতেই আস্থা ভোটে আগে বড়সড় ধাক্কা খেয়েছে উদ্ধব শিবির। স্পিকার নির্বাচনেও তাদের হারতে হয়েছে। নতুন স্পিকার হয়েছেন বিজেপির রাহুল নরওয়েকর। তাঁর সভাপতিত্বেই এদিন আস্থা ভোট হবে বিধানসভায়।
বিধানসভায় বিধান পরিষদীয় দলনেতা পদে থাকা শিবসেনার অজয় চৌধুরীকে সরিয়ে শিন্ডেকে নতুন নেতা হিসেবে নির্বাচন করেছেন স্পিকার। সেই সঙ্গে শিবসেনার মুখ্য হুইপ পদেও বসানো হয়েছে শিন্ডে শিবিরের বিধায়ককে। ভারত গোগাওয়ালের নাম এই পদের জন্য ঘোষণা করেছেন স্পিকার। শিন্ডে শিবিরের ১৬ জন বিধায়কের অযোগ্যতা প্রমান করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। তবে ১৬ জন বিধায়কের অযোগ্যতার ক্ষেত্রেও, নতুন সরকার সংখ্যার দিক দিকে সুবিধা পাবে।
বিজেপির বর্তমানে ১০৬ জন বিধায়ক রয়েছে। শিন্ডে দাবি করেছেন, ৩৯ জন শিবসেনা বিদ্রোহী বিধায়ক সহ তাঁর পক্ষে ৫০ জনের সমর্থন রয়েছে। ১৪০ জনের মোট শক্তি নিয়ে আরামদায়ক অবস্থানে থাকবেন। তাছাড়া রবিবার ১৬৪ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন। বিরোধী প্রার্থী রাজন সালভি পেয়েছেন মাত্র ১০৭ ভোট।
২০ জুন রাতে উদ্ভব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন একনাথ শিন্ডে। এরপর থেকেই প্রতিদিনই উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবিরের বিধায়করা যোগ দিয়েছেন শিন্ডে শিবিরে। ফলে শিন্ডের সংখ্যাগরিষ্ঠতা প্রমানের ক্ষেত্র অনেকটাই প্রশস্থ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিদ্রোহীরা গত দুই সপ্তাহ আত্মগোপন করে থাকার পর শনিবার মুম্বাই ফিরেছেন শিন্ডের সমর্থকরা। বিদ্রোহীরা গত দুই সপ্তাহ বিজেপি শাসিত রাজ্য প্রথমে গুজরাটের সুরাটে, তারপর আসামের গুয়াহাটিতে এবং শেষ পর্যন্ত গোয়ায় কাটিয়েছে বলে খবর। সব মিলিয়ে বলা চলে, সোমবারের আস্থা ভোটে চালকের আসনেই থাকবে একনাথ শিন্ডে, যা শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: Lalu prasad yadav | সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম লালুপ্রসাদ যাদব, ভর্তি হাসপাতালে