ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক চাপানউতোর এখনও বর্তমান। কিন্তু তার মধ্যেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari) বিতর্কিত মন্তব্য করলেন। প্রসঙ্গত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল বলেন, যদি মহারাষ্ট্র থেকে গুজরাটি এবং রাজস্থানীরা চলে যায়, তাহলে মহারাষ্ট্র বাণিজ্য নগরী থাকবে না। প্রসঙ্গত, মহারাষ্ট্রে মারাঠা অস্মিতা একটা অনুভুতি। রাজ্যপালের বক্তব্যে আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল মারাঠা অস্মিতা। ইতিমধ্যেই উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল কার্যত মারাঠীদের অপমান করলেন।
একই কথা বলেন কংগ্রেসের জয়রাম রমেশ এবং শচীন সাওয়ন্তও। শিবসেনা এবং কংগ্রেস উভয়ের তরফ থেকেই বলা হয়েছে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে ক্ষমা চাইতে হবে। বিরোধীদের কথা অনুযায়ী রাজ্যপাল ক্ষমাপ্রার্থনা করেন কিনা এখন সেটাই দেখার।