ডিজিটাল ডেস্ক: আগামী মাসে হতে চলেছে গোয়ার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে উপকূলবর্তী এই রাজ্য দখলের চেষ্টায় সমস্ত রাজনৈতিক দল। তবে একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল গোয়াতে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছে আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে, শক্তি বাড়াতে তৃণমূল ভাঙন ধরাচ্ছে কংগ্রেস শিবিরে। একাধিক কংগ্রেস নেতা এই মুহূর্তে তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গোয়াতে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করবে কিনা তা নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। কংগ্রেস থেকে যারা তৃণমূলে আসছেন, তাঁরা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এগিয়ে রাখছেন নরেন্দ্র মোদিকে হারানোর নিরিখে। অন্যদিকে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা পি চিদাম্বরম জানিয়েছিলেন, গোয়াতে আসলে লড়াই হবে কংগ্রেস এবং বিজেপির। আর তার জবাবে মহুয়া মৈত্র জানিয়েছেন, বিজেপি বিরোধী শক্তিগুলির এই মুহূর্তে একসাথে আসা প্রয়োজন। আপাতত গোয়ার রাজনৈতিক যুদ্ধকে সামনে রেখে কোন দল কিভাবে নিজেদের ঘুঁটি সাজায়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন : গোয়ার বিজেপির শক্তি বাড়লো