ডিজিটাল ডেস্ক : মনি মেকলাইয়ের ‘কালী’ ছবির পোস্টার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে সারা দেশ জুড়ে। অন্যদিকে এই বিতর্কে লেগেছে রাজনৈতিক রং। ‘কালী’ ছবির পোস্টার নিয়ে মহুয়া মৈত্র (Mahua Moitra) গতকাল বলেন, কালী হচ্ছেন এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আর তাই নিয়েই শুরু হয়ে গেছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে মহুয়া মৈত্রকে ইতিমধ্যে গ্রেপ্তার করার দাবি তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও মহুয়া মৈত্রের বক্তব্যকে ব্যক্তিগত বলে দূরত্ব বজায় রেখেছে। বরং দল এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না বলে টুইট করে জানায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আজকে পাল্টা বিজেপিকে খোঁচা দিয়ে সাংসদ মহুয়া মৈত্র টুইট করে বলেন, তিনি কাউকেই ভয় পান না। বিজেপিকে উল্লেখ করে বলেন, তাঁরা যা ইচ্ছা করে নিতে পারে। সত্যকে কারোর সমর্থনের প্রয়োজন হয় না বলে তিনি দাবি করেন। অন্যদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সব মিলিয়ে ‘কালী’ ছবির পোস্টার নিয়ে এবার রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে কড়া নজর থাকছে বিশেষজ্ঞদের।