রায়গঞ্জ: জমি দখলকে কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহারে। ঘটনায় মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ইব্রাহিম আলি ওরফে টেম্পো (৩২) ও রফিকুল আলম ওরফে ইসলাম (৪৬)। দু’জনেরই বাড়ি ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের সিরসই গ্রামে। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ জুলাই জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিল। অবশেষে মূল অভিযুক্ত ইব্রাহিম আলি সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় গ্রেপ্তার হল মোট পাঁচজন।
আরও পড়ুন: Accident Case | জাতীয় সড়কে বাইকের ধাক্কায় যুবকের মৃত্যু