ময়নাগুড়ি: শনিবার থেকে বামনহাট-শিয়ালদা এক্সপ্রেসের স্টপেজ পেল ময়নাগুড়ি। এদিন বিকেল ৪টা ৩৯ মিনিটে নিউ ময়নাগুড়ি স্টেশনে ট্রেনটি দাঁড়াতেই আনন্দে মেতে ওঠেন স্টেশনে উপস্থিত সাধারণ মানুষ। জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্তকুমার রায় সবুজ পতাকা দেখানোর দু’ মিনিট পরই ট্রেন ছাড়ে। স্টেশনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের এডিআরএম নগেন্দ্র সিং, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার অমরমোহন ঠাকুর সহ অন্যরা। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি ও ময়নাগুড়ি বিবেকানন্দ ক্লাবের তরফে এদিন সাংসদকে অভিনন্দন জানানো হয়।
সাংসদ বলেন, ‘জলপাইগুড়ি রোড স্টেশন রাজেন্দ্রনগর-ডিব্রুগড় এক্সপ্রেসের স্টপেজ পাচ্ছে। রবিবার রাত থেকেই স্টপেজ পাবে জলপাইগুড়ি রোড স্টেশন। রাত ১টা ৩৮ মিনিটে থামবে এই ট্রেন।‘ সাংসদ আরও বলেন, ‘এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স রয়েছে। সেখানে চিলাহাটি থেকে বাংলাদেশে রেল যোগাযোগের বিষয়ে কথা হবে।‘ এদিন ময়নাগুড়ি স্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।