ময়নাগুড়ি: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্লেব্যাক সিঙ্গার রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা ডুয়েট গাইলেন ময়নাগুড়ির পাপিয়া মিত্র ঘোষ। গত ৩ জুন কলকাতার একটি স্টুডিওতে এই ডুয়েট গানটি রেকর্ডিং হয়েছে। ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে গানটি রিলিজ হয় গত ২৭ জুন। স্বভাবতই এই খবরে এখন খুশির হাওয়া ময়নাগুড়িতে। খুব ছোট বয়স থেকেই ময়নাগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুভাষনগর পাড়ার বাসিন্দা পাপিয়া মিত্র ঘোষ সংগীত চর্চা করে আসছেন। অল ইন্ডিয়া রেডিওর শিলিগুড়ি স্টেশনের সঙ্গে কুড়ি বছর ধরে জড়িত পাপিয়া।
এছাড়া শিলিগুড়ি ও কলকাতা দূরদর্শনে ও অসংখ্য অনুষ্ঠান পরিবেশ করছেন। সেইসব অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। আর সেই সূত্রেই এই সুযোগ মেলে। কলকাতার হুগলি নিবাসি লেখক ও গীতিকার অমিত রায় পাপিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। অমিতবাবুর লেখা একটি গান কলকাতার প্রখ্যাত শিল্পী ও সুরকার ডালিয়া চক্রবর্তী সুর করেন। সেই অমিতবাবুর এবং ডালিয়া চক্রবর্তী ময়নাগুড়ির পাপিয়াকে কলকাতায় ডেকে নিয়ে গিয়ে তাঁর গান শোনেন। এরপরেই পাপিয়াকে রাঘব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা ডুয়েটের রেকর্ডিংয়ের প্রস্তাব দেওয়া হয়। একেবারে ছোট বয়স থেকেই পাপিয়া নিজেকে সংগীত চর্চায় ডুবিয়ে রেখেছেন। উচ্চাঙ্গ সংগীতে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছেও তালিম নিয়েছেন। সুভাষনগর পাড়ার বাড়িতে একমাত্র কন্যা রাজন্যা রয়েছেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজন্যা। মায়ের এই সাফল্যে খুশি মেয়েও।
আরও পড়ুন : স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় অবসাদ! ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী টোটোচালক