ময়নাগুড়ি: হাতির হানায় প্রাণ হারিয়েছেন দম্পতি। আড়াই বছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি ক্ষতিপূরণ। আজও বাবা-মা’র স্মৃতি আগলে দিন কাটছে তিন ভাইয়ের।
২০১৯ সালের ২৮ অক্টোবর কালীপুজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে গরুমারা জঙ্গল ঘেষা ময়নাগুড়ি (Mainaguri) ব্লকের যাদবপুর চা বাগানের মাঝে হাতির হানায় মৃত্যু হয় গাওনা ওরাওঁ ও তাঁর স্ত্রী কুমারী ওরাওঁয়ের। বাবা-মায়ের মৃত্যুর পর জ্যেঠু ও পিসির কাছেই রয়েছে বড়ো ছেলে বিশমা (১৬), মেজো ছেলে বিশেষ (১৩) এবং ছোট ছেলে বিশোয়া (১১)। তারা দ্বাদশ, নবম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বাবা-মা’কে হারাবার পর অনেকে সহযোগিতার আশ্বাস দিলেও এখন পর্যন্ত এগিয়ে আসেননি কেউ।
মৃত গাওনা ওরাওঁয়ের দাদা কোটলে ওরাওঁ জানান, তিনি যাদবপুর বাগানে পাহারাদারের কাজ করেন। তা দিয়েই কোনওরকমে সংসার চলে। কোটলের দিদি আশারি ওরাওঁ অসুস্থ, তারও দেখভাল করেন তিনি। তাঁর কথায়, চরম আর্থিক দুর্দশার মধ্যে তিনজনের দেখাশোনা করছেন তিনি। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন। এর আগে বন দপ্তর সহ প্রশাসনের দরবারে গেলেও আশ্বাস ছাড়া কিছু মেলেনি। ওই দম্পতির মৃত্যু বাবদ ক্ষতিপূরণের যে টাকা পাওয়ার কথা, তাও সম্পূর্ণভাবে মেলেনি। ওই তিন নাবালকের বয়সের কারণে ক্ষতিপূরণের টাকা আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Elephant Attack | দলছুট দাঁতালের হানায় গুঁড়িয়ে গেল ৫টি বাড়ি