ময়নাগুড়ি: ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার পর শুরু হল নতুন করে রেললাইন বসানোর কাজ। সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এদিনই কাজ শেষ হয়ে যাবে। পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে।
বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বিকানের থেকে গুয়াহাটি যাওয়ার পথে লাইনচ্যুত হয় আপ গুয়াহাটি-বিকানির এক্সপ্রেস। ট্রেনের অন্তত ১২টি বগি বেলাইন হয়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। পাশাপাশি তদন্ত করছে রাজ্য পুলিশও। এদিন রাজ্য সরকারের ফরেন্সিক দল সেখানে পৌঁছায়।