ফুলবাড়ি: এবছর আবহাওয়ার খামখেয়ালীপনায় ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনিয়মিত বৃষ্টি ভুট্টা চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে। বৃষ্টির কারণে অনেকে পাকা ভুট্টা জমি থেকে তুলতে পারছিলেন না। আবার অনেকে ভুট্টা তোলার পরে মেশিনে ঝড়াইয়ের পর শুকোতে পারছিলেন না রোদের অভাবে। অনেকদিন পর সোমবার দুপুর পর্যন্ত ভালো রোদ ছিল। এদিন রোদ পেয়ে চাষিরা ভুট্টা শুকোতে ব্যস্ত হয়ে পড়েন। এদিন মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি ও বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভুট্টা শুকোনোর জন্য চাষিদের ব্যস্ততা লক্ষ্য করা যায়। জানা গিয়েছে, এবছর ভুট্টার বাজার ভালো রয়েছে। বর্তমান সময়ে ভালো শুকনো ভুট্টা প্রতি কুইন্টাল ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই চাষিরা চাইছেন তাড়াতাড়ি ভুট্টা শুকিয়ে ভালো দামে বিক্রি করতে।
ভুট্টা চাষিরা জানান, এবছর ঝড় বৃষ্টির কারণে ভুট্টা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদনেও মার খেয়েছে। বৃষ্টির কারণে জমি থেকে ভুট্টা তোলার পাশাপাশি মেশিনে ঝাড়াই করে শুকোনোর কাজে সমস্যা তৈরি হয়। এদিনের রোদ ভুট্টা শুকোনোর ক্ষেত্রে অনেকটা কাজে এসেছে।
আরও পড়ুন : গ্রিন হাউজ পদ্ধতিতে চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা