ডিজিটাল ডেস্ক: নাগরিক সুবিধার্থে এবার কলকাতা পুরসভার বড়সড় বদল হতে চলেছে। জানা গিয়েছে, কলকাতা পুরসভার পরিষেবামূলক দপ্তরগুলিকে এবার দোতলায় আনার পরিকল্পনা চলছে। কার্যত মেয়রের পাশের ঘরে এবার দপ্তরের সমস্ত মেয়র পারিষদদের বসার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে জায়গা বাড়িয়ে দিতে পুরসভা থেকে অবাঞ্চিত ফাইল, পুরনো আসবাব থেকে যাবতীয় কিছু সরিয়ে ফেলা হবে। এই সূত্রে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এর ফলে পুরসভার আয়ু বাড়বে। বর্তমানে মেয়রের ঘরের কাছাকাছি বসেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, দেবব্রত মজুমদার এবং তারক সিংহ। বাকি সাতজন মেয়র পারিষদ পুরসভার তিনতলা এবং পাঁচতলায় বসেন। সবাইকে এক জায়গায় আনার পরিকল্পনা করতে সম্প্রতি কমিশনার এবং পুরসভার সিভিল বিভাগের ইঞ্জিনিয়াররা দোতলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেছেন। মেয়র পারিষদের পাশাপাশি পাঁচ তলায় থাকা অ্যাসেসমেন্ট কালেকশন দপ্তরটিও এবার দোতলায় কিংবা রক্সি ভবনে সরিয়ে আনা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পুরসভার কোষাগার ফাঁকা দাবিটির পর পুর ভবনের এই পরিবর্তন কতটা যুক্তিযুক্ত তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এই ব্যাপক পরিবর্তনের ফলে নাগরিক পরিষেবার কতটা সুরাহা হয়, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : মত্ত অবস্থায় দুই বন্ধুর মারামারি, মৃত ১