মস্কোঃ একেতেই করোনা আতঙ্কে জুবুথুবু গোটা বিশ্ব। এর মধ্যেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। বুধবার ভোর পাঁচটা নাগাদ রাশিয়ার পূর্ব উপকূলের কাছে কুরিল দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই দ্বীপে প্রায় ৫৬টি আগ্নেয়গিরি রয়েছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা না হওয়ায় এখানে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। রাশিয়ার পশ্চিমদিকেও এর কোনও প্রভাব পড়েনি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের সাপ্পোরো থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে ৫৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি হয়েছে। কম্পনের জেরে বুধবার সুনামি সতর্কতাও জারি করা হয়। পরে অবশ্য তা তুলে নেওয়া হয়। তবে সমুদ্রের ঢেউ ০.৩ মিটার পর্যন্ত ওপরে উঠতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জ, জাপান ও রাশিয়ায় সুনামির সতর্কতা না থাকলেও ফের কম্পন হতে পারে।