ডিজিটাল ডেস্ক : দুদিন পরেই রাখী পূর্ণিমা। দাদা বা ভাইকে কী রাখী দেবে, কেমন রাখি দেবে সেই পরিকল্পনা নিয়ে এখন তোড়জোড় চলছে বোন বা দিদিদের। বাজারে এখন হরেক রকম রাখী পাওয়া যায়, ফুলের রাখী, সুতোর রাখী, কাস্টম রাখী (যেখানে দাদা/ভাই লেখা থাকবে বা দাদা/ভাইয়ের ছবি থাকবে) ইত্যাদি। কিন্তু দোকান থেকে কেনা জিনিসের থেকে নিজের হাতে বানানো দিলে তার মূল্য মধ্যে ভালোবাসা থাকে অনেক বেশি। তাই এই বছর নিজের হাতে রাখী (Rakhi) বানিয়ে দাদা/ভাইকে চমকে দিতে চাইলে দেখে নিন রাখী বানানোর পদ্ধতি-
১) উলের রাখী
উলের রাখী বানানোর জন্য লাগবে উলের গোলা। রঙিন রাখী বানাতে চান তাহলে একাধিক রঙের উল কিনে নিন। প্রথমে আপনার বাম হাতের চারটি আঙুলকে এক করে উলের মুখটি নিয়ে ভালো করে পেঁচিয়ে নিন আঙুলে। এরপর উলের গোলা থেকে কেটে নিন হাতে জড়ানো উলটিকে। এবার উলটাকে হাত থেকে খুলে নিন। তারপর এই পেঁচানো উলের মাঝখানটা সুতো দিয়ে বেঁধে দিন। তারপর উলের দুধারের মুখ দুটো কেটে দিন। এরপর গোটা জিনিসটাকে কেটে গোল আকার দিন। এরপর উলের ফুলগুলো পরপর আঠা দিয়ে বসিয়ে দিন। হাতে বাঁধার মাপ অনুযায়ী একটা উলের টুকরো নিন, আর এই ফুলের সারির নিচে আঠা দিয়ে আটকে দিন। নিচে শক্ত কাগজের টুকরো ব্যবহার করতে পারেন। চাইলে রাখীর উপর পুঁতি, পাথর, ইত্যাদি বসাতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
২) শিফন রাখী
উলের মতোই শিফন রাখী বানানোর পদ্ধতি, শুধু উলের জায়গায় এখানে বিভিন্ন রঙের শিফন ফিতে ব্যবহার করতে হবে। হাতে একই ভাবে শিফন ফিতে জড়িয়ে সেটাকে কেটে নিতে হবে। তারপর মাঝখানটা বেঁধে নেওয়ার পর চারপাশটা ভাল করে ব্রাশ দিয়ে আচড়ে নিন। তারপর চারদিকটা সমান ভাবে কেটে নিন। পিছনে একটা রিবনে কাগজ লাগিয়ে এই ফুলটা বসিয়ে দিন। এই রাখীর উপরেও পুঁতি বা পাথর লাগাতে পারেন।