মালবাজার : মাল শহরে লকডাউন পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে প্রশাসন, পুলিশ এবং পুরসভা ওতপ্রোতভাবে চেষ্টা করছে। এদিন সকালে জরুরী সামগ্রী কেনাকাটা করতে বাসিন্দারা বিক্ষিপ্তভাবে বের হয়েছিলেন। মাল পুরসভা এদিনও ড্রোনের সাহায্যে শহরের উপর নজরদারি চালিয়েছে।
মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী জানান, লকডাউন চলাকালীন অহেতুক ঘোরাঘুরির জন্য ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জামিন দেওয়া হবে। শহরে নজরদারি চলছে। এদিনও মাল থানার পুলিশ সকাল থেকে বিভিন্ন এলাকায় টহল দিয়েছে।