মুম্বই: বিয়ের আগেই বাবা মা হতে চলেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor) ও মালাইকা অরোরা (Malaika Arora)। সূত্রের খবর, অক্টোবর মাসে অর্জুন ও মালাইকা লন্ডনে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই নিজেদের ঘনিষ্ঠ বন্ধু মহলে মালাইকা এবং অর্জুন ঘোষণা করেছেন যে, মালাইকা সন্তানসম্ভবা। লন্ডনে মালাইকা-অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু মহল থেকেই এই খবর বলিউডে পৌঁছে গিয়েছে। যদিও এই বিষয়ে অর্জুন বা মালাইকা কেউই সরাসরি কিছু বলেননি। উলটে অর্জুন কাপুর এই মা হওয়ার খবর একপ্রকার অস্বীকার করেছেন।
২০১৮ সালে বলিউডে এক ফিল্মি পার্টিতে অর্জুন ও মালাইকার পরিচয় হয়। তার আগে অর্জুন কাপুরের সঙ্গে সলমন খানের ছোট বোন অর্পিতা খানের প্রেমের সম্পর্কে ছিল। অর্পিতা খানের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেই মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন। অর্পিতা খানের সঙ্গে বিশেষ সম্পর্কের সূত্রেই সলমন খানদের বাড়িতে যাতায়াত ছিল অর্জুন কাপুরের। সেখানেই মালাইকা অরোরার সঙ্গে প্রায়ই দেখা হত অর্জুন কাপুরের। ২০১৪ সাল থেকেই আরবাজ খান ও মালাইকা অরোরার দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয়। এরপর ২০১৭ সালে আরবাজ ও মালাইকা অরোরার বিচ্ছেদ হয়। এদিকে অর্পিতা খানের সঙ্গে বিশেষ সম্পর্ক থেকে সরে এসে অর্জুন কাপুর বিশেষভাবে মেলামেশা করতে থাকেন মালাইকার সঙ্গে।
আরবাজ খান ও মালাইকা অরোরার বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে। আরবাজ ও মালাইকার ২০ বছরের একটি পুত্রসন্তান রয়েছেন। যাঁর নাম অরহান। সলমন খানের মেজ ভাই আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবন চুকিয়ে মালাইকা অরোরা অর্জুন কাপুরের সঙ্গে লিভইন রিলেশন শুরু করেন।
আরও পড়ুন: Daler Mehndi | গুরুগ্রামে দালের মেহেন্দির ‘অবৈধ’ খামারবাড়ি সিল করল পুলিশ