বাগ্রাকোট: রাজ্য ভাগই হোক, অথবা চা শ্রমিকদের ভুল বুঝিয়ে ভোটের ফায়দা তোলা। নির্বাচন এলেই বিজেপির এ জাতীয় কার্যকলাপকে কড়া ভাষায় নিন্দা করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) । বন্ধ বাগানের চা শ্রমিকদের অসহায়তার সুযোগ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভাওতাবাজিকেও এদিন তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি। বৃহস্পতিবার ডুয়ার্সের বাগ্রাকোট চা বাগানে শ্রম মন্ত্রকের তরফে চা শ্রমিকদের হাতে পরিচয়পত্র তুলে দিতে এসে চা শ্রমিকদের নিয়ে বিজেপির ভূমিকার সমালোচনায় সরব হন শ্রমমন্ত্রী মলয় ঘটক।
তিনি বলেন, ‘যেকোনও নির্বাচন এলেই চা বাগানের শ্রমিকদের নিয়ে মায়াকান্না শুরু করে বিজেপি। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রের বিজেপি সরকার ডুয়ার্সের বন্ধ সাতটি চা বাগানকে পুনরায় চালু করার ঘোষণা করে গ্যাজেট নোটিফিকেশন জারি করেছিল। চা শিল্পের পুনরুজ্জীবনের জন্য কেন্দ্রের তরফে ১০০০ কোটি টাকার প্যাকেজও ঘোষণা করা হয়েছিল। প্রতিটি চা বাগানে এই গ্যাজেট নোটিফিকেশন দেখিয়ে ভোটের সুফল তুলেছিল বিজেপি। শ্রমিকরাও বিজেপির চক্রান্তের শিকার হয়ে ভেবেছিল বন্ধ চা বাগানগুলো হয়তো সরকার অধিগ্রহণ করবে। বাস্তবে, নির্বাচন ফুরোতেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। গোরুর গাড়িতে করে ১০০০ কোটি টাকার প্যাকেজ পাঠালেও এতদিনে তা ডুয়ার্সে পৌঁছে যেত।‘
পাশাপাশি, চা শ্রমিকদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া নিয়ে মলয়বাবু বলেন, ‘গত ১১ সেপ্টেম্বর মালবাজারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় রাজ্যের শ্রম দপ্তরকে ৬ মাসের মধ্যে চা শ্রমিকদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। একইসঙ্গে প্রতিটি চা বাগানের শিশুদের জন্য ক্রেশ চালু করা ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির কথাও শোনা গিয়েছিল অভিষেকের বক্তব্যে। অভিষেকের বক্তব্যের ১২ দিনের মাথায় মানাবাড়ি চা বাগান থেকে শ্রমিকদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়ে যাবে।‘
সবমিলিয়ে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনের আগে ডুয়ার্স-তরাইয়ের চা শ্রমিকদের মন পেতে এখন থেকেই যে ঝাপিয়ে পড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেস তা মন্ত্রীর বক্তব্যেই এদিন স্পষ্ট হয়েছে। বাগ্রাকোটে শ্রমমন্ত্রীর সভায় এদিন আইএনটিটিইউসি’র রাজ্য কমিটির সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, রাজ্যের শ্রম কমিশনার অমরনাথ মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ময়নাগুড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি দোকান