মুম্বই: জানুয়ারিতেই পাঁচ কোটি ডিম রপ্তানির রেকর্ড গড়ে ফেলেছে ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মালয়েশিয়া (Malaysia) পোল্ট্রি খাবার সংকটে পড়ায় ডিম রপ্তানিতে এই রেকর্ড গড়েছে দেশ। শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের কারণে মালয়েশিয়ায় মুরগির খাবারের তীব্র ঘাটতি দেখা দেয়। এতে দেশটির মুরগি ও ডিমের ক্ষুদ্র খামারিরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন। ফলে বিশ্ব বাজারে ভারতে উৎপাদিত ডিমের চাহিদা বেড়ে যায়।
ভারতের শীর্ষস্থানীয় ডিম রপ্তানিকারক প্রতিষ্ঠান পন্নি ফার্মসের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সস্তি কুমার এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রথমবারের মতো মালয়েশিয়া ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ ডিম কিনছে। এ থেকে আমরা নিশ্চিত মনে করছি, ২০২৩ সালের প্রথমার্ধ পর্যন্ত মালয়েশিয়ায় ভারতের ডিম রপ্তানি শক্তিশালী অবস্থানে থাকবে। ভারত গত ডিসেম্বরে মালয়েশিয়ায় ৫০ লক্ষ ডিম রপ্তানি করেছে। তা জানুয়ারিতে এক কোটিতে দাঁড়িয়েছে। এটি আগামী ফেব্রুয়ারিতে দেড় কোটিতে পৌঁছোবে।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।