মালবাজার: নতুন বছরেই খোঁজ মিলল ১৫ বছর আগে হারিয়ে যাওয়া বাবার। মালবাজারের গুরজংঝোরা চা বাগানের কারখানা লাইনে চম্পা ওরাওঁয়ের পরিবারে আজ তাই খুশির হাওয়া। ২০০৭ সালে কাজে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি চম্পা ওরাওঁ। অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পাননি বাড়ির লোকজন। ২০০৮ সালে একবার ফোনে বাড়ির লোকেদের জানান, পঞ্জাবে আছেন। কিন্তু ওই শেষ। তারপর আর কোনও যোগাযোগ নেই। সম্প্রতি হাওড়ায় ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়। মাল থানার আইসি সুজিত লামা জানান, তাঁদের সঙ্গে হাওড়া থেকে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা ছেলে কিরণ ওরাওঁকে খুঁজে বের করে কাগজপত্র তৈরি হয়েছে। ছেলে বাবাকে হাওড়া গিয়ে খুঁজে পেয়েছে। তাঁকে ফিরিয়ে আনা হচ্ছে।
জানা গিয়েছে, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ওই ব্যক্তিকে অন্যান্য ভবঘুরেদের সঙ্গে দেখেন এলাকার মানুষ। বৈদ্যনাথ পাঠক নামে একজন স্বেচ্ছাসেবক তাঁদের খাবার দিতে এসে কয়েকদিন আগে লক্ষ্য করেন ওই ব্যক্তি খুবই অসুস্থ। উঠে দাঁড়ানো দূরে থাক কথা বলার ক্ষমতাও নেই। এরপর চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ করা হলে ওই ব্যক্তি নিজের নাম ও মালবাজারে বাড়ির কথা বলতে পারেন। এরপর পরিচিতর মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বৈদ্যনাথবাবু। এদিনই হাওড়া থেকে চম্পা ওরাওঁকে নিয়ে রওনা হচ্ছেন তাঁর ছেলে। আর বাড়ির হারিয়ে যাওয়া সদস্যের অপেক্ষায় রয়েছে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।