মালদা: এবার বই মেলায় ১৮ বছরের নীচে প্রতিযোগীরা কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। এমনটাই জানাল মালদা জেলা বইমেলা কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। আগামী ৩ জানুয়ারি থেকে মালদা শহরে ৩৩তম বইমেলা শুরু হচ্ছে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
বইমেলার প্রস্তুতি নিতে মালদা জেলা গ্রন্থাগারে সাংস্কৃতিক উপসমিতির একটি সভার আয়োজন করা হয়। সেখানে প্রায় দু-আড়াইশো জন শিল্পী, বুদ্ধিজীবী ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন। এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেয় বইমেলা কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, করোনা পরিস্থিতিতে ১৮ বছরের নীচের শিল্পী ও প্রতিযোগীরা কোনও সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবে না।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial