মালদা: ‘রাষ্ট্রপতি নির্বাচনে জয় নিয়ে চিন্তিত নয় বিজেপি। বরং অনেক দল থেকে বিবেকের টানে আমাদের প্রার্থীকে ভোট দেবেন।’ শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে শতাব্দি এক্সপ্রেস করে মালদায় এসে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)।
এদিন মালদা টাউন স্টেশনে দিলীপ ঘোষকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন দক্ষিণ মালদার সাংসদ খগেন মুর্মু সহ দলীয় নেতা-কর্মীরা। এদিন দক্ষিণ মালদায় দিলীপবাবুর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। মালদা(Malda) টাউন স্টেশনে দাঁড়িয়েই দিলীপবাবু বলেন, ‘মহারাষ্ট্রে সরকার ভাঙা-গড়া নিয়ে আমাদের কোনও ভূমিকা নেই। ওরা নিজেদের দল নিজেরাই ভাঙছে। তবে চিন্তা হয় যেহেতু এক সময় ওরা আমাদের সহযোগী দল ছিল। তাই যদি ওরা আমাদের সাহায্য চায় তবে আমাদের কী করার আছে?’
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘এমনিতেই মহারাষ্ট্রে আমাদের অনেক ভোট আছে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাত লক্ষ ভোট রয়েছে আমাদের। তার ওপর উত্তর-পূর্ব ভারত থেকে একজন আদিবাসী মহিলাকে আমরা প্রার্থী করেছি। খগেন মুর্মু বাংলা থেকে সেই নামের প্রস্তাবক। তাই বিবেকের টানে অনেক দলে তাঁকে ভোট দেবেন।
আরও পড়ুনঃ ’ Siliguri Mahakuma Parishad | মহকুমা পরিষদ নির্বাচনে ৯টি আসনেই জিতবে তৃণমূল, দাবি দেবাংশুর