মালদা: করোনা সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে কিছু বিধিনিষেধ জারি করেছে সরকার। রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্ত হচ্ছেন একের পর এক সমাজের প্রথম সারির যোদ্ধারাই। এবার করোনা আক্রান্ত হলেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র। সঙ্গে তাঁর স্ত্রীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমণ ধরা পড়েছে মালদার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরীর দেহেও।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সামান্য অসুস্থ বোধ করছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র। তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরীক্ষা করান। সোমবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সস্ত্রীক জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
এদিকে, রাজ্যজুড়ে বিধিনিষেধ জারির পাশাপাশি জেলায় বাড়তে থাকা সংক্রমণের জেরে শেষমুহূর্তে স্থগিত করা হল মালদার বইমেলা। সোমবার সকালে জেলাশাসক নিজে বইমেলা স্থগিতের কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, সোমবার থেকেই মালদা টাউনের বিএসএফ সংলগ্ন মাঠে জেলা বইমেলা শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধন করার কথা ছিল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তবে শেষমুহূর্তেই স্থগিত হয়ে গেল বইমেলা।