হরিশ্চন্দ্রপুরঃ গত ১৫ দিনে বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায়। পুজোর মুখে চুরির ঘটনায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এবার তাঁদের পাশে দাড়াল ব্যবসায়ী সমিতি। করা হল আর্থিক সাহায্য। ব্যবসায়ী সমিতিকে পাশে পেয়ে খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৫ দিনের মধ্যে পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরি যায় চায়ের দোকান, সেলুন, মিষ্টির দোকানে। যারা প্রত্যেকেই ছোট ব্যবসায়ী। স্বল্প পুঁজির উপর চলে তাদের ব্যবসা। ফলে পুজোর মুখে এই চুরির ফলে তাদের বিপাকে পড়তে হয়েছিল। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো হবে। মঙ্গলবার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ওই ব্যবসায়ীদের কে আর্থিক ভাবে সাহায্য করা হল। এই সাহায্য পেয়ে খুশি ব্যবসায়ীরা।
পরপর এই চুরির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল ব্যবসায়ীদের মধ্যে। সন্দেহ করা হয়েছিল এলাকার নেশাগ্রস্ত যুবকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বারবার। এই ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। যদিও অধরা মূল অভিযুক্ত। পুলিশের পক্ষ থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এলাকা জুড়ে।