পুরাতন মালদা: পুরাতন মালদা (Malda) পুরসভার কনফারেন্স হলে ২০টি ওয়ার্ডের কাউন্সিলারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকে বসলেন মালদার জেলাশাসক নিতীন সিংঘানিয়া। বৃহস্পতিবার পুরসভা ভবন পরিদর্শনে আসেন তিনি। সভাকক্ষে পুরাতন মালদা পুরসভার তরফে নতুন জেলাশাসককে সংবর্ধনা জানানো হয়। এরপরই শুরু হয় আলোচনা। জেলাশাসক প্রত্যেক কাউন্সিলারদের কাছে ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এদিন পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং সৌন্দর্যায়নের বিষয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। আগামীতে সবাই যাতে আরও সুন্দর পরিষেবা পান সে বিষয়ে আলোচনা হয়।জেলাশাসক জানান, সাধারণ মানুষ যাতে ১০০ শতাংশ পানীয় জলের পরিষেবা পান তার জন্য নতুন করে ৫৫ কোটি টাকা বরাদ্দ করার জন্য ডিপিআর করা হচ্ছে। এছাড়া নিকাশির সমস্যার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন : গাজোলে পরপর দুটি পথ দুর্ঘটনায় জখম ২১, মৃত ১