চাঁচল: ইদের আগেই শোকের ছায়া। বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। তামিলনাড়ুর তৃঙ্কোমালি শহরে বহুতলের নির্মাণের সময় পড়ে মৃ্ত্যু হয় আবু তাহের নামে ওই শ্রমিকের। তিনি চাঁচলের ডাহুকা গ্রামের বাসিন্দা। পেটের দায়ে পরিবার ছেড়ে আবু এবং ভাই সাদ্দাম হোসেন বহুকাল পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন। বাবা হামিজুদ্দিন ছেলের মৃত্যুর শোকে দিশেহারা। আবু তাহেরের মৃতদেহ নিয়ে সড়কপথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তার পরিজনেরা। আবুর মৃত্যুর খবরে গ্রামবাসীর ঈদের আনন্দ একেবারে মাটি হয়ে গেছে। সকলেই শোকস্তব্ধ। মা তাহেনুর বিবি জানান, কিছুদিন আগেই ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর। চাঁচল-২ ব্লকের বিডিও দিব্যজোতি দাস জানান, অসহায় পরিবারটিকে সবরকম ভাবে সহয়তা করা হবে।
আরও পড়ুন : শুঁড় উঁচিয়ে তেড়ে আসছিল হাতি, কাপড় শুকোনোর তারই বাঁচাল মহিলাকে