কলকাতা: মল্লিকবাজারের পার্ক শো হাউস সিনেমা হলে ভয়াবহ আগুন। পুরোনো সিনেমা হলটি বহুদিন ধরেই বন্ধ। মঙ্গলবার দুপুরে ওই সিনেমা হলে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের একাংশের কথায়, সপ্তাহখানেক আগেও সেখানে আগুন লাগে। তারপর সেখানে বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। তবে এবার কীভাবে সেখানে আগুন লাগল, তা স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।