ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভাপতি পদে কে বসবেন তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা জাতীয় রাজনীতিতে। প্রসঙ্গত, গান্ধি পরিবারের বাইরের কাউকে এবার সভাপতি পদে নিয়ে আসা হবে বলে আগেই জানা গিয়েছে। শুরু থেকেই কংগ্রেস সভাপতি পদ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কংগ্রেস সভাপতি পদে লড়াইয়ের জন্য আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, এই লড়াইতে থাকবেন না। আর এবার শোনা যাচ্ছে কংগ্রেস (Congress) সভাপতি পদের জন্য বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের নাম। কংগ্রেস সভাপতি পদে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শশী থারুর জানিয়েছেন, তাঁরা দলকে শক্তিশালী করতে চলেছেন। বন্ধুত্বপূর্ণ আবহেই এই নির্বাচন সম্পন্ন হবে। অন্যদিকে জানা গিয়েছে, কংগ্রেস নেতা দিগবিজয় সিং আজ মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেছেন। উল্লেখ্য, দিগবিজয় সিং নিজেও এই লড়াই থেকে সরে গিয়েছেন। পাশাপাশি জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি নির্বাচনে একটি বড় ভূমিকা নিতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়া। আগামী ১৭ ই অক্টোবর কংগ্রেস সভাপতি পদে নির্বাচন। কিন্তু মনোনয়নের শুরু থেকেই যেভাবে বিতর্ক মাথাচাড়া দিয়েছে, তাতে আগামী দিনে বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা বলে মনে করছেন জাতীয় রাজনীতির অনেকেই।
নিরাপত্তার অভাব, বন্ধ ভারত জোড়ো যাত্রা
ডিজিটাল ডেস্ক : ভারত জোড়ো যাত্রা নিরাপত্তায় গলদ। বাতিল হয়ে গেল কর্মসূচি। এদিন সঙ্গীদের নিয়ে কুড়ি কিলোমিটার পথ হাঁটার কথা...
Read more