ভুবনেশ্বর, ২৮ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সভাপতিত্বে শুক্রবার ভুবনেশ্বরে ২৪ তম পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদের বৈঠক অনুষ্ঠিত হল। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই বৈঠকের ভাইস চেয়ারম্যান ছিলেন। কেন্দ্র-রাজ্য সম্পর্ক ও জাতীয় সংহতি জোরদার করার লক্ষ্যে এই আলোচনা বলে জানান তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী। রাজ্যগুলিতে জলের সমস্যা, বিদ্যুৎ, কয়লা খনির রয়্যালটি চালু ও পরিচালনা, রেল প্রকল্পের জমির ছাড়পত্র, গবাদিপশু পাচার, কেন্দ্রীয় রাজস্ব, টেলি যোগাযোগের অভাব সহ প্রায় ৪০টি বিষয়ে আলোচনা হয়েছে। এদিন বৈঠক শেষে অমিত শা, নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নবীন পট্টনায়েকের বাসভবনে মধ্যাহ্নভোজন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ওডিশায় এটিই প্রথম সফর অমিত শা’র। রবিবার কলকাতায় নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অমিত শা একটি সভা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
ডেবরায় বাস দুর্ঘটনা, আহত ১০ যাত্রী
কলকাতা: বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উলটে গেল বাস। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচকে। আহত হন ১০ জন...
Read more