কলকাতা: আজ, মঙ্গলবার রাজ্যে চলছে তৃতীয় দফার ভোট। আর এই ভোটগ্রহণ চলাকালীনই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে একটি সংবাদমাধ্যমে সম্প্রচারিত ক্লিপ তুলে ধরে মমতা অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় বাহিনী একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছে।’
- Advertisement -
টুইটে মমতা অভিযোগ করে লিখেছেন, ‘নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ জানানো সত্বেও কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার চলছে। কমিশন নীরব দর্শকের ভূমিকায়। উর্দিধারীরা বিভিন্ন জায়গায় তৃণমূলের ভোটার ও অন্যান্যদের একটি নির্দিষ্ট দলে ভোট দিতে প্রভাবিত করে চলেছে।’