কলাকাতা: গদ্দারদের এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগড়ার সভা থেকে এভাবেই দলত্যাগীদের নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর এদিন পূর্ব মেদিনীপুরে সভা করে তৃণমূল নেত্রী জানান, আগে যেসব গদ্দার ছিল তাঁরা চাকরি নিয়ে অনেক বেইমানি করেছে। সেই গদ্দাররা বিজেপির প্রার্থী। এবার কাজকর্ম কারও মাধ্যমে নয়, সরাসরি হবে।
বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রীর বক্তব্য, বিজেপি দাঙ্গা করে। এরা রেল, বিএসএনএল, এলআইসি বিক্রি করে দিচ্ছে। বিজেপির সুর চড়িয়ে তাঁর বক্তব্য, বিজেপিকে চাই না, মোদির মুখও দেখতে চাই না।
Bid farewell to BJP, we don't want BJP. We don't want to see Modi's face. We don't want riots, looters, Duryodhan, Dushasana, Mir Jafar: West Bengal CM Mamata Banerjee during a public rally in East Midnapore pic.twitter.com/qMGJfUa3ZO
— ANI (@ANI) March 19, 2021
নন্দীগ্রামে আঘাত পাওয়ার ঘটনা প্রসঙ্গে মমতার দাবি, এত আঘাত পেয়েও তিনি ঘুরছেন। আগে সিপিএম মেরেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলার মা-বোনেরা সুরক্ষিত নয়। তিনি জানান, ভোট যত এগিয়ে আসছে, বিজেপিকে আক্রমণের ধার তত বাড়ছে।