কলকাতা: বিশ্ববাংলা মেলা গ্রাউন্ডের উদ্বোধনে উপস্থিত অতিথিদের ঝালমুড়ি খাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার এই উদ্বোধন উপলক্ষ্যে মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যের খ্যাতনামা শিল্পপতি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। সেখানেই অতিথিদের খাওয়ানো হয় ঝালমুড়ি। এক ব্যক্তি ঝালমুড়ি বানিয়ে ঠোঙায় ভরে অতিথিদের হাতে হাতে দিয়ে আসেন। অনুষ্ঠান প্রাঙ্গণে ঘুরে ঝালমুড়ি বিলি করতে দেখা যায় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফেই অতিথিদের ঝালমুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল।
এর আগে যদিও সরকারি অনুষ্ঠানে এমন ঝালমুড়ি বিলি করতে সচরাচর দেখা যায়নি। ফলে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিয়েও বেশ চর্চা শুরু হয়েছে।