কলকাতা : রাজ্যে করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্র ও বিজেপি বারবার আক্রমণ করছে কেন্দ্র। রাজ্যের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের সংখ্যা লুকানো ও বেশি সংখ্যায় টেস্ট না করার অভিযোগে সরব হয়েছেন বঙ্গ বিজেপির নেতারাও। রাজ্য়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়েও কয়েকদিনে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে উঠেছিল। এই পরিস্থিতিতে ফের প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি তলবে দিল্লি থেকে কলকাতায় এসেছেন ক্রাইসিস ম্যানেজার পিকে।
লকডাউনে দিল্লিতেই ছিলেন প্রশান্ত কিশোর। ঘরবন্দি থাকলেও লকডাউনের মেয়াদ বৃদ্ধি-সহ একাধিক ইশ্যুতে কেন্দ্রকে একের পর এক খোঁচা দিয়ে যাচ্ছিলেন পিকে। অন্যদিকে, করোনা মোকাবিলায় প্রথমদিকে মমতার ভূমিকার প্রশংসা হলেও পরিস্থিতি বদলেছে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজ থেকে পিপিই, মাস্ক-সহ বিভিন্ন সামগ্রী চেয়েছিল রাজ্য। সে-সব দাবি পূরণ না-হলেও মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন, এই পরিস্থিতিতে তিনি রাজনীতি করতে চান না। কিন্তু বিজেপি সহ রাজ্যের অন্য বিরোধী দল বারবার রাজ্য সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ বলে প্রচার করছে।
সূত্রের খবর, দিল্লি থেকে কার্গো বিমানে কলকাতায় আসেন প্রশান্ত কিশোর। যে সময়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতায় এসে পৌঁছয়, তখনই কলকাতায় আসেন পিকে। দলীয় সূত্রে খবর, কলকাতায় এসেই অভিষেকের সঙ্গে বৈঠক করেছেন পিকে। করোনা পরিস্থিতিতে বিজেপির আক্রমণ প্রতিহত করার রণকৌশল নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে দুজনের মধ্যে। পালটা রণকৌশল তৈরি করছেন প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, যেভাবে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমগুলিতে বিজেপি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছে তার পালটা দিতেই থিংকট্যাঙ্ক পিকের দ্বারস্থ হয়েছে তৃণমূল।