উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহল সফরের পর এবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিছুদিন আগেই সিঙ্গুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দেন তিনি। এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আসছেন মমতা। সোমবার অর্থাৎ আজ প্রথমে আলিপুরদুয়ার যাবেন তিনি। পরবর্তীতে মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করবেন তিনি।
আজ রাজ্য মন্ত্রীসভায় বৈঠক রয়েছে। সেই সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তারপরই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই সভাস্থল নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে।