কলকাতা, ৩০ জুনঃ টাকার বিনিময়ে কলেজে ভরতি রুখতে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পুলিশি নজরদারি বাড়িয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের হয়রানি রোখার নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সোমবার থেকে কলেজে কলেজে পুলিশ পিকেট বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কারোর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, শুধু কলকাতাই নয়, জেলার পুলিশ সুপারদের কাছেও এরূপ নির্দেশিকা পাঠানো হচ্ছে।