কলকাতা: বিজেপি-কে ভোট নয়। বিজেপি-কে রুখতে হবে। শনিবার হলদিয়া থেকে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দেশের সবচেয়ে বড় তোলাবাজ বলে আক্রমণ করেন তিনি। এমন তোলাবাজ পার্টি পৃথিবীতে কোথাও নেই। তাঁর বক্তব্য, তিনি চুপ করে বসে থাকলে বিজেপি ঘরবাড়ি লুঠ করে নেবে। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে। বিজেপি লড়াই করতে পারে না। গণতন্ত্র মানে না। ওরা মানুষকে ধমকায়, ভয় দেখায়, মা-বোনেদের উপর অত্যাচার করে।
পাশাপাশি উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি জানান, হাসপাতাল উন্নত হয়েছে। ব্লাড ব্যাংক চালু, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে। হলদিয়া বন্দরের উন্নয়ন করা হচ্ছে। হলদিয়া আর নন্দীগ্রামের মাঝে একটা সংযোগ ব্রিজ করে দেওয়ার কথাও জানান তৃণমূল নেত্রী। কৃষকদের আগামী দিনে বছরে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানান তিনি। এদিন পূর্ব মেদিনীপুরে প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর।