কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandhopadhyay)। তাঁর বক্তব্য, ওই ঘটনার পরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। মমতার কথায়, ‘আলিয়ার একটা অংশ ছাত্রছাত্রী পড়াশোনা করে। তারা ভালো। তবে কয়েকজনের মধ্যে ক্ষোভ রয়েছে। যে একটু খারাপ কথা বলে ফেলেছে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে। এরপরই আলিয়ার কথা বলতে গিয়ে বিশ্বভারতীর প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওখানে ভিসি যা করছে, তাতে কি উনি গ্রেপ্তার হয়েছেন?’ এদিকে, আলিয়াকাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।
প্রসঙ্গত, শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অভিযোগ, সেই বিক্ষোভের নেতৃত্বে দেন তৃণমূল ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। সেই বিক্ষোভের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিচ্ছে গিয়াসউদ্দিন। তাঁকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে টেকনো থানার পুলিশ। যদিও গিয়াসউদ্দিন দলের কেউ নন বলে দাবি তৃণমূলের। এই ঘটনা নিয়ে নাম না করে রাজ্য সরকারকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকরও। এ নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলবও করেন তিনি।
আরও পড়ুন : শুভেন্দুর অভিযোগকে মান্যতা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় দল